Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২১

বাবা হারালেন শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাবা সন্তোষ মিত্র আর নেই। সোমবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলেখা নিজেই ফেসবুকে পোস্ট করে দুঃসংবাদটি দেন। মাত্র দুটি শব্দে তিনি লেখেন, ‘আমার বাবা’।

এরপর মোবাইল মেসেজে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে খবরটি নিশ্চিত করেন তিনি।

পুজার ঠিক আগে শ্রীলেখার বাবার এমন মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য সমব্যথী ইতিমধ্যেই শোক, সমবেদনা জানিয়েছেন অভিনেত্রীকে।

বিভিন্ন সময় একাধিক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, বাবা তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কোনও দিন, কোনও পদক্ষেপে বাবা তাকে বাধা দেননি। বরং নিজের পেশায় শ্রীলেখা যাতে আরও উন্নতি করতে পারেন সে জন্য উৎসাহ জুগিয়েছেন। সন্তোষ মিত্রও ছিলেন স্পেসিয়ান অভিনেতা।

উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে মাকে হারিয়েছেন শ্রীলেখা মিত্র। এবার বাবাকে হারিয়ে আরও গভীর শোকের সাগরে ডুবে গেলেন তিনি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ