Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২১

না ফেরার দেশে চাষী নজরুল ইসলামে স্ত্রী

চাষী নজরুল ইসলাম ও জ্যোৎস্না কাজী

চাষী নজরুল ইসলাম ও জ্যোৎস্না কাজী

প্রয়াত নন্দিত পরিচালক চাষী নজরুল ইসলামের স্ত্রী ও লেখিকা জ্যোৎস্না কাজী না ফেরার দেশে চলে গেলেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা জ্যোৎস্না কাজীর মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্যোৎস্না ভাবী অনেকদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার আত্মার শান্তি কামনা করছি।

এর আগে ‘ওরা ১১ জন’ খ্যাত কিংবদন্তি নির্মাতা চাষী নজরুল ইসলাম মারা যান ২০১৫ সালের ১১ জানুয়ারি। মৃত্যুর পর তার জীবন নিয়ে ‘টাটানগর থেকে বিএফডিসি’ নামের একটি বই লিখেছিলেন জ্যোৎস্না কাজী। তার মৃতুতে চলচ্চিত্রাঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ