Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২১

এমন চরিত্রে আগে অভিনয় করেননি পরীমনি

পরীমনি

পরীমনি

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে এবার দেখা যাবে এক মায়ের রূপে। টিভি পর্দার সফল নির্মাতা অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা ‘মা’ শিরোনামের এ সিনেমায় অভিনয়ের জন্য গত ২৯ সেপ্টেম্বর চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

জানা গেছে, সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমা নির্মাণ করা হবে। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের ঘটনা দেখা যাবে সিনেমাটিতে। এতে সেই অসহায় মায়ের চরিত্রে থাকছেন পরীমনি।

নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।

নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, মায়ের চরিত্রে অভিনয়ের জন্য পরীমনি রাজি হবেন কিনা, সেটা নিয়ে দ্বিধায় ছিলেন। তবে গল্প শুনে পরী মুগ্ধ হয়েছেন এবং সানন্দে রাজি হয়েছেন।

গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ‘মা’ সিনেমাটিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। তবে চলতি বছর এই অভিনেত্রীর কোনো শিডিউল ফাঁকা নেই। তাই আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির কাজ শুরু করবেন তিনি।

প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও নির্মাতা অরণ্য আনোয়ারের যৌথ প্রযোজনায় ‘মা’ সিনেমাটিতে পরীমনি ছাড়া আর কে কে থাকছেন সেটি এখনো জানা যায়নি। তবে খুব শিগগিরই অন্যান্যদের নাম প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ