Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ২ অক্টোবর ২০২১

জেমসের জন্মদিনে অপূর্ব-নিশোর বিশেষ উপহার

বাংলা ব্যান্ড সংগীতের গুরু মাহফুজ আনাম জেমসের আজ জন্মদিন। সঙ্গীতের এই কালপুরুষ ৫৭ বছর বয়সে পা রাখলেন। দিনটিতে দেশজুড়ে কোটি ভক্ত তাকে স্মরণ করছে, শুভেচ্ছা জানাচ্ছে।

জেমসের জন্মদিনে বিশেষ একটি উপহার দিয়েছেন ছোট পর্দার দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। তারা দু’জন মিলে গেয়েছেন জেমসেরই গাওয়া একটি গান। যেটার শিরোনাম ‘যদি কখনো ভুল হয়ে যায়’।

অপূর্বের ফেসবুক পেজ থেকে ভিডিও আকারে গানটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সুরেলা কণ্ঠে অপূর্ব গানটি গাইছেন। আর তার সঙ্গে গিটার বাজাচ্ছেন নিশো। গানটি গাওয়ার আগ মুহূর্তে তারা বলেন, ‘এই গানটি জেমস ভাইকে উৎসর্গ করে’।

এছাড়া ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘শুভ জন্মদিন, নগর বাউল জেমস ভাই’।

জানা গেছে, অপূর্ব ও নিশো ভিডিওটি ধারন করেছিলেন ২০১৯ সালে। তারা ওই সময় ঘরোয়া আড্ডায় মেতেছিলেন। গেয়েছিলেন আরও কিছু গান। সেই ভিডিও অতীতেও সোশ্যাল মিডিয়ায় সাড়া পেয়েছিল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ