বিনোদন ডেস্ক
আপডেট: ১৬:৩১, ৩ অক্টোবর ২০২১
মাদক গ্রহণের কথা স্বীকার করলেন শাহরুখপুত্র আরিয়ান
ছেলে আরিয়ানের সাথে শাহরুখ খান
মাদক গ্রহণের দায়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আটক হয়েছেন। শনিবার (২ অক্টোবর) মুম্বাইয়ের কর্ডেলিয়া নামের একটি বিলাসবহুল প্রমোদতরী থেকে তাকে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি।
রোববার (৩ অক্টোবর) প্রায় ৬ ঘণ্টা আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তিনি মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন। অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন, এর আগে তিনি এমন কাজ কখনো করেননি।
এদিকে ছেলের জন্য শাহরুখ খান ইতোমধ্যে বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ দিয়েছেন। তিনি এনসিবির দফতরে পৌঁছে গেছেন।
আরও পড়ুন: মাদকের পার্টি থেকে আটক শাহরুখপুত্র আরিয়ান (ভিডিও)
এনসিবি সূত্রে জানা গেছে, শাহরুখ পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটও পরীক্ষা করা হচ্ছে। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন, সব কিছুই বিবেচনায় রাখছেন তদন্তকর্তারা। কোনও মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে। এখনো অব্দি বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দেয়নি এনসিবি কর্তৃপক্ষ। শাহরুখ খানের পক্ষ থেকেও বক্তব্য আসেনি এখনো।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, এই পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনও প্রবেশমূল্য ছাড়াই ঢুকেছিলেন আরিয়ান। তিনি নিজেই নাকি জেরায় স্বীকার করেছেন এ কথা। তার বিরুদ্ধে কোনও তথ্য পাওয়া গেলে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস) আইনে মামলা দায়ের হতে পারে।
কেবল আরিয়ান নয়, ওই প্রমোদতরীতে আরও কয়েকজন তারকা ছিলেন বলে শোনা যাচ্ছে। যদিও এনসিবি কর্মকর্তারা যখন সেখানে হানা দেন, তখন কাউকে মাদক সেবন করতে দেখেননি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- সেরা পাঁচ হরর মুভি
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























