Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ৪ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:২৭, ৪ অক্টোবর ২০২১

জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান

আরিয়ান খান

আরিয়ান খান

মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এরপর থেকেই তার জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান। কিন্তু মেলেনি জামিন।

সোমবার (৪ অক্টোবর) ভারতের মুম্বাইয়ের আদালত জানিয়ে দিলেন, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে থাকতে হবে। খবর আনন্দবাজারের।

এর আগে আরিয়ানের জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য মুম্বাইয়ের প্রভাবশালী এই আইনজীবীকে নিয়োগ দেন।

এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে নথি পাওয়া গেছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে তাকে রাখা প্রয়োজন।

এদিকে ছেলে গ্রেফতারের পর চিন্তিত শাহরুখ খান ও গৌরী। ইতোমধ্যে স্পেনে শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন কিং খান। তিনি ছুটে যান ছেলের কাছে।

এনসিবি বলছে, আরিয়ানের সঙ্গে মাত্র দুই মিনিট কথা বলতে পেরেছেন শাহরুখ খান। এ সময় বাবার সামনে না কি কাঁদতে থাকেন আরিয়ান।

আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী সেই প্রমোদতরী থেকে।

শাহরুখ-গৌরী দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ