Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ৯ অক্টোবর ২০২১
আপডেট: ২২:১৬, ৯ অক্টোবর ২০২১

আরিয়ান কাণ্ড: শাহরুখের বিজ্ঞাপন প্রচার বন্ধ করল বাইজুস

মাদক কাণ্ডে গ্রেফতার হয়ে কারাগারে আরিয়ান খান। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত আছেন শাহরুখ খান। একই সাথে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে। এই সময়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কিন্তু কঠিন সিদ্ধান্তটা নিলো ভারতের নামকরা অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘বাইজুস’। জানা গেছে, শাহরুখকে দিয়ে করানো তাদের সব বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে বাইজুস।

এদিকে আরিয়ান কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলছেন, নিজের ছেলেকে যে নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তার মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না। তাই শাহরুখ খান অভিনীত শিক্ষার বিজ্ঞাপন সরানো উচিত। সবশেষ সেই পথেই হাঁটলো বাইজুস।

এর আগে ২০১৭ সালে বাইজুসের সঙ্গে চুক্তি হয় কিং খানের। তারপর থেকেই ওই সংস্থার আয় বেড়ে যায়। শাহরুখ সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। জানা যায়, বিজ্ঞাপনের জন্য শাহরুখ খানের সঙ্গে বাইজুসের মোটা টাকার চুক্তি হয়েছিল।

গত ২ অক্টোবর একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একটি টিম। সেখান থেকে আটক করা হয় আরিয়ানকে। পরদিন ৩ অক্টোবর আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতার দেখায় এনসিবি। 

এদিকে কয়েক দফা রিমান্ড শেষে আরিয়ানকে ১৪ দিনের জেল দেয় মুম্বাই মেট্রোপলিটন আদালত।

শুক্রবার (৮ অক্টোবর) এ মামলার শুনানি হয়। সেখানে আরিয়ান তার আইনজীবী সতীশ মানেশিন্ডের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন। তবে সেই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি আদালত। আরিয়ানকে ১৪ দিনের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ