Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ১১ অক্টোবর ২০২১

সালসাবিলের সঙ্গে বিবাদ মীমাংসা হচ্ছে নোবেলের!

নোবেল ও মেহরুবা সালসাবিল

নোবেল ও মেহরুবা সালসাবিল

‘সারেগামাপা’র মঞ্চ থেকে পরিচিতি পাওয়া গায়ক মাইনুল আহসান নোবেল অধিকাংশ সময়ই সমালোচনার শীর্ষে থাকেন। এইতো কিছুদিন আগে জানা গিয়েছিল নোবেলের সংসার ভাঙছে। এবার খবর এলো, স্ত্রী মেহরুবা সালসাবিলের সঙ্গে পারিবারিকভাবে বিবাদ মীমাংসা হচ্ছে।

সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করে এমনটা জানিয়েছেন নোবেল নিজেই। একই সাথে বেফাঁস মন্তব্য না করার অনুরোধ এই গায়ক।

ফেসবুকে নোবেল বলেন, ‘আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দুঃখিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাঁস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।’

এর আগে গত ১১ সেপ্টেম্বর নোবেলকে ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। এরপরই স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি।

নোবেল জানান, সালসাবিল তাকে মাদক বাড়িয়ে, বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন। তার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র গায়েব করে দিয়েছেন। ব্যাংক থেকে ৩০ লাখ টাকা সরিয়েছেন। আর এগুলো করেছেন বাংলাদেশের বড় একজন তারকার ইন্ধনে! তবে ওই তারকার নাম প্রকাশ করেননি।

অপরদিকে সালসাবিল অভিযোগ করে বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী, নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ে করেন মাইনুল আহসান নোবেল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ