Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২১ অক্টোবর ২০২১

জেলে গিয়ে ছেলের সাথে দেখা করলেন শাহরুখ

ছেলের সঙ্গে দেখা করতে জেলে শাহরুখ খান

ছেলের সঙ্গে দেখা করতে জেলে শাহরুখ খান

অবশেষে জেলে গিয়ে ছেলের সাথে দেখা করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল।

জানা গেছে, জেলের ভিতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ খান। সেখানে গিয়ে ছেলেকে সান্ত্বনা দিয়েছেন, তার মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন বাবা এসআরকে।

আরিয়ানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সম্ভবত আড়ালে রাখতে চেয়েছিলেন শাহরুখ। আর্থার রোড জেলে তিনি পৌঁছান একটি ছোট কালো কাচের আড়াল দেওয়া গাড়িতে।

জিন্স, টি-শার্ট পরেই আর্থার রোড জেলে পৌঁছান বলিউড বাদশা। চোখে তাঁর ছিল রোদ চশমা। বাইরে থেকে মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই। ফটোসাংবাদিকদের দিকে একবারও না তাকিয়ে সোজা আর্থার রোড জেলের ভেতরে যান শাহরুখ খান।

এদিকে বারবার জামিনের আবেদন করা হলেও কোনোভাবেই জামিন মিলছে না আরিয়ানের। বুধবার (২০ অক্টোবর) তার জামিন আবেদন পুনরায় নাকচ করে দেন মুম্বাই আদালত। এবার হাই কোর্টের দ্বারস্থ হবেন আরিয়ানের আইনজীবী।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম শাহরুখ খান প্রকাশ্যে এসেছেন। ইচ্ছে থাকা সত্ত্বেও বের হতে পারছিলেন না। কারণ বাড়ির বাইরে প্রতিনিয়ত অগণিত ভক্তের ভিড় লেগে আছে। এছাড়া এই ঘটনায় তার পরিবার থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) মুম্বাই হাই কোর্টে আরিয়ানের জামিন আবেদনের শুনানি হতে পারে। তবে এই শুনানি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কোটি শাহরুখপ্রেমী অধীর আগ্রহে অপেক্ষায় আছেন আরিয়ানের জামিনের জন্য। কিন্তু কোনো কিছুই আমলে নিচ্ছেন না আদালত।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ