Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ২১ অক্টোবর ২০২১

‘মান্নাত’ থেকে বের হয়ে যা বললেন এনসিবি কর্তারা

বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ অভিযান চালিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরের আগে ছয় সদস্যের একটি দল কিং খানের বাড়িতে প্রবেশ করে। সেখানে তারা ছিলেন মাত্র ১৫ মিনিট ছিলেন। এরপরই বেরিয়ে যান।

বের হয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিবির কর্মকর্তারা। তাদের কাছে জানতে চাওয়া হয়, কী উদ্দেশ্যে মান্নাতে গিয়েছেন তারা। জবাবে এনসিবির এক কর্মকর্তা বলেন, ‘তদন্ত চলছে। এনসিবি যখন কোনও ব্যক্তির বাড়িতে যায়, তার অর্থ এটা নয় যে, তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এ ছাড়াও বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে।’

এর আগে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীর দল। এরই ফাঁকে তার বাড়িতে হানা দেয় এনসিবি। খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো বলিউডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, শুধু শাহরুখের বাড়িতে নয়, অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতেও এনসিবির অভিযান চালানো হয়েছে। প্রায় ৫ ঘণ্টার মতো তার বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। এরপর অনন্যার মোবাইলসহ আরও কিছু জিনিসপত্র নিয়ে বের হন এনসিবির কর্তারা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ