Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ২৪ অক্টোবর ২০২১
আপডেট: ২১:৪০, ২৪ অক্টোবর ২০২১

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এর বড় ভাই মাহমুদ সাজ্জাদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

পরিবেশমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, দেশের বিশিষ্ট এক সাংস্কৃতিক পরিবারের জ্যেষ্ঠ  সদস্য মাহমুদ সাজ্জাদ মঞ্চ ও টিভি নাটক এবং চলচ্চিত্রে অনবদ্য অভিনয় ও সার্বিক অবদানের জন্য দেশবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যু সাংস্কৃতিক অঙ্গন বিশেষ করে নাট্যজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

পরিবেশমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম হামিদ এর বড় ভাই মাহমুদ সাজ্জাদ (৭৩) করোনাভাইরাস পরবর্তী জটিলতা নিয়ে গত ০১ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) দুপুর আনুমানিক ২:৩০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ