Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২৫ অক্টোবর ২০২১
আপডেট: ১৫:১৪, ২৫ অক্টোবর ২০২১

বিমানবালার সাজে পরীমনির জন্মদিন উদযাপন

পরীমনির জন্মদিন উদযাপন

পরীমনির জন্মদিন উদযাপন

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। ২৪ অক্টোবর ছিল তার জন্মদিন। আর পরীমনির জন্মদিন মানেই নতুন চমক। লাল আর সাদা রঙকে প্রাধান্য দিয়ে হোটেলের সাজসজ্জা চোখ ধাঁধানো। বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিলো জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ‘ফ্লাই উইথ পরীমনি’ অর্থাৎ ‘পরীমনির সঙ্গে ওড়ো’। বিমানবালার সাজে এবারের জন্মদিন উদযাপন করলেন পরীমনি। 

জন্মদিনের রাতে বিমানের সাজে সাজিয়েছিলেন একটি পাঁচতারকা হোটেলের হল রুম। যেখানে ছিল- বোর্ডিং পাস, আসন, অ্যাপায়নসহ সবকিছু। বিমানবালার সাজে সিঁড়ি বেয়ে নামেন পরী। শুধু সাজসজ্জাই নয়,  সাদা ও লাল রঙের মিশ্রণে নজরকাড়া এক পোশাক পরে হাজির হন তিনি।

দাওয়াতের কার্ডেই তিনি বলেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো। এরপর সারাজীবন আমার সঙ্গে ওড়ো’। কথাটির বাস্তবায়নও দেখা গেল আয়োজনস্থলে। স্টেজ সাজানো হয় বিমানের ককপিটের আদলে। আর পরীমণি নিজেকে সজ্জিত করেন বিমানবালার সাজে।

পরীমনি আগেই জানিয়েছিলেন, তার এবারের জন্মদিনে থাকবেন প্রকৃত কাছের মানুষেরা। সেই কাছের মানুষের তালিকায় ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, তার নানা শামসুল হক গাজী এবং বিভিন্ন সংবাদকর্মীরা। সবাইকে নিয়ে নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে জন্মদিন উদযাপন করেছেন নায়িকা।

গত আগস্ট থেকে সেপ্টেম্বর জীবনের দুঃসহ সময় পার করেছেন পরীমনি। মাদক মামলায় গ্রেফতার থেকে রিমান্ড, কারগার- সবই কাটিয়ে এসেছেন। তাই এবারের জন্মদিনটি তার জন্য বিশেষ ছিল। দাওয়াত দিয়েছেন বেছে বেছে। 

পরীমনি শুধুমাত্র তার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজনদের কার্ড দিয়ে আমন্ত্রণ করেন। সেটা হাতে পেয়ে অনেকেই মনে করেছিলেন, বিমানের টিকিট। আমন্ত্রণপত্রে ‘বোর্ডিং পাস’ লেখার পাশাপাশি ছিল বিমানের ছবিও। এছাড়া ২৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে বাসায় কেক কাটেন এই নায়িকা। কেক কেটেছেন দুস্থ শিশুদের সঙ্গেও।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ