Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ৫ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:৪৮, ৫ নভেম্বর ২০২১

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন যশ-নুসরাত

নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত

নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত

প্রথমবারের মতো ছেলে ঈশান দাশগুপ্তের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। কালিপূজা উপলক্ষে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে ছেলের ছবি শেয়ার করেছেন দুজনে।

নুসরাতের শেয়ার করা ছবিতে দেখা যায়, দুহাতে ছেলেকে নিয়ে খুব কাছ থেকে দেখছেন। তবে সেই ছবিতে ছেলের মুখ দেখা যাচ্ছে না।


 
অপরদিকে দীপাবলিতে দুই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যশ দাশগুপ্ত। ছবিতে দেখা যায়, এদিন পুরো পরিবার সেজেছিল বেগুনি পোশাকে। নুসরাত থেকে যশ, আর যশের দুই ছেলে সবাই ছবিতে দেখা রং মিলিয়ে জামা পরেছেন। তবে, একরত্তি ঈশানের ছবি সামনে আসার পর থেকেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

সোশ্যাল মিডিয়ায় যশ যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, ভাইয়ের কোলে শুয়ে আছে ছোট ঈশান। নুসরাতপুত্র ঘুমিয়ে থাকলেও, যশের ছেলে হাঁ করে দেখছে ছোট ভাইকে।

যশের বড় ছেলে রেয়াংশের বয়স ৯ বছর। কিন্তু এতদিন লাইমলাইট থেকে তাকে দূরেই রেখেছিলেন। কালীপুজোর রাতে দুই ছেলের ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি! আর সেই ছবিতেই প্রথম দেখা মিলল ঈশানের মুখ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ