Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ৮ নভেম্বর ২০২১

মুক্তির দুই দিনেই ৫০ কোটি আয় করল সূর্যবংশী’

‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগন ও রণবীর সিং

‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগন ও রণবীর সিং

মুক্তির প্রথম দুই দিনেই আয় ৫০ কোটি রুপি ছাড়িয়েছে অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত নতুন সিনেমা ‘সূর্যবংশী’। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি শুক্রবার (৫ নভেম্বর) মুক্তি পায়।

‘সূর্যবংশী’ সিনেমাটি ভারতের ৩ হাজার ৫১৯টি সিনেমা হলে ও বিশ্বের আরও ৬৬ দেশের ১ হাজার ৩০০ হলে মুক্তি পেয়েছে। মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিনেমাটি মুক্তির প্রথম দুই দিনে আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন বলিউডের সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ।

তিনি জানান, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দর্শক ধরে রেখেছে সিনেমাটি। তৃতীয় দিন শেষে সহজেই ৭৫ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে। ছুঁতে পারে ৮০ কোটির মাইলফলকও।

‘সূর্যবংশী’ সিনেমায় অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। সিনেমার চমক হিসেবে রাখা হয়েছে অজয় দেবগন ও রণবীর সিংকে।

ধর্ম প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীর, জাভেদ জাফরি প্রমুখ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ