Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৫, ৯ নভেম্বর ২০২১

নির্যাতনের অভিযোগ এনে স্বামীকে আবারও জেলে পাঠালেন পুনম পাণ্ডে

স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আবারও তাকে জেলে পাঠালেন বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। নায়িকার অভিযোগের প্রেক্ষিতে তার স্বামী স্যাম বম্বকে গত রবিবার গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে মুম্বাই পুলিশের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তারা জানায়, পুনম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

একই অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে একবার গ্রেপ্তার হয়েছিলেন পুনমের স্বামী স্যাম। বিয়ের ২১ দিনের মাথায় ঘটেছিল এ ঘটনা। সে সময় তারা গোয়া গিয়েছিলেন হানিমুনে। সেখানেই স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেত্রী। মারধরের পাশাপাশি সে বার যৌন নিগ্রহের অভিযোগও ‍তুলেছিলেন তিনি।

স্বামীর সাথে পুনম।

ওই সময় ঘটনার বর্ণনা দিয়ে এক সাক্ষাৎকারে পুনম দাবি করেছিলেন, ‘স্যামের সঙ্গে আমার একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। দ্রুতই তা মারাত্মক আকার নেয়। ও আমাকে মারতে শুরু করে। আমার গলা টিপে ধরে। মনে হচ্ছিল আমি দমবন্ধ হয়ে মারা যাবো। আমার মুখে ঘুসি মারে, চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যায়, এরপর খাটের কোণায় মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের উপর হাঁটু গেড়ে বসে আমার উপর নির্যাতন চালায়।’

সে সময়ও পুনমের স্বামীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। যদিও সপ্তাহ না ঘুরতেই স্বামীকে জামিন করিয়ে আনেন অভিনেত্রী। এরপর সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমরা নিজেদের মধ্যে সব মনোমালিন্য ভুলে আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বলতে পারেন, আমরা আবার এক হয়ে গেলাম। আসলে আমরা এক অপরকে পাগলের মতো ভালোবাসি।’

আইনিউজ/এসডি

 

কার সঙ্গে কোলকাতার হোটেলে পরীমনি?

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ