Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ১০ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:৪৩, ১০ নভেম্বর ২০২১

পুনিতের সমাধি দেখতে প্রতিদিন আসেন ৩০ হাজার মানুষ

পুনিত রাজ্জকুমার

পুনিত রাজ্জকুমার

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার। মারা গেছেন গত ২৯ অক্টোবর। তার মৃত্য শোক নামিয়েছে ভারতীয় সিনেমার আঙিনায়। তার মৃত্যুর ১২ দিন কেটে গেছে। কিন্তু এখনো তাকে শ্রদ্ধা জানাতে প্রতিদিন ৩০ হাজার মানুষ ভিড় করছেন তার সমাধিতে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রিয় তারকার মৃত্যু মেনে নিতে না পেরে প্রাণ যায় আরও তিন জনের। তার মধ্যে দু’জনের মৃত্যু হয় হৃদরোগে। এক জন আত্মহত্যা করেন। এখান থেকে বোঝা যায় তার জনপ্রিয়তা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিবকুমার নামে এক ব্যবসায়ী তার বড় ছেলের নাম রেখেছেন পুনিতের নামে। দুই ছেলেকে নিয়ে কান্তিরাভায় অবস্থিত পুনিতের সমাধিতে হাজির হন শ্রদ্ধা জানাতে। ছোট ছেলেকে কাঁধে নিয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করেন শিবকুমার। তার ভাষায়- কেবল তার অভিনয়ের জন্য নয়, সমাজের প্রতি তার কর্তব্যবোধের জন্য আমরা তার প্রতি মুগ্ধ।

কর্নাটকের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা এবং পুনিতের ফ্যান ক্লাবের সদস্যরা দলে দলে ভিড় করছেন সমাধিতে। ৮৭ বছর বয়েসী নানজাম্মা কাঁদতে কাঁদতে পুনিতকে দেখতে গিয়েছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি বলেন, ছোটবেলায় পুনিত রাজকুমারের বাবার সমস্ত সিনেমা দেখেছি। পুনিতের সব সিনেমা না দেখলেও তার সঙ্গে একাত্ম বোধ করি।

ভিড় সামলানোর জন্য ৩০০ জন পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে পুনিতের সমাধিতে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেঙ্গালুরুর আউটার রিং রোডের এই সমাধিস্থলে ভক্তদের সমাগমের অনুমতি দিয়েছে পুলিশ।

জানা গেছে, কর্ণাটকের বিভিন্ন স্থানে ৪৫টি স্কুলে বিনা বেতনে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতেন পুনিত। প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর ভার ছিল এই অভিনেতার কাঁধে। এ ছাড়া তার তত্ত্বাবধানে পরিচালিত হতো ২৬টি অনাথাশ্রম, ১৯টি গরুর খামার এবং ১৬টি বৃদ্ধাশ্রম। পুনিতের অনুপস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলোতে শোকের মাতম চলেছে।

শিশুশিল্পী হিসেবে মাত্র পাঁচ বছর বয়সে অভিনয় ক্যারিয়ার শুরু করেন পুনিত। ‘বেট্টাডা হুভু’ সিনেমাটিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন। তারপর অনেক ব‌্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। কন্নড় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন পুনিত। তার উল্লেখযোগ‌্য সিনেমাগুলো হলো- ‘অভি’, ‘ভীরা কানাড়িগা’, ‘আকাশ’, ‘অজয়’, ‘অঞ্জনি পুত্রা’ প্রমুখ।

আইনিউজ ভিডিও

অকালে মারা গেলেন পুনিথ রাজকুমার, তার অর্থে চলতো ২৬ টা অনাথ আশ্রম, নিজের চোখও ডোনেট করেছিলেন

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ