Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ১১ নভেম্বর ২০২১

বিয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার সঙ্গী এবার ভিকি কৌশল

বিয়ার গ্রিলস, ভিকি কৌশল

বিয়ার গ্রিলস, ভিকি কৌশল

ডিসকভারি চ্যানেলে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শো-টি যারা দেখেছেন তাদের কাছে বিয়ার গ্রিলস পরিচিত এক মুখ। ভয়ংকর বিপদসংকুল পরিবেশে টিকে থাকার লড়াই করার জন্য তিনি জনপ্রিয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিংয়ের মতো নামিদামি তারকাদের গ্রিলসের অনুষ্ঠানে দেখা গেছে। এবার বিয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার সঙ্গী হচ্ছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল।

গ্রিলসের জনপ্রিয় শো ‘ইনটু দ্য ওয়াইল্ডে’ অংশ নিচ্ছেন ভিকি কৌশল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এই শোর ফার্স্ট লুক শেয়ার করেন ভিকি। যেখানে একেবারে অ্যাকশন ভঙ্গিতে দেখা গেল ‘উড়ি’ ছবির নায়ককে। 

জানা গেছে, এই জঙ্গল অভিযানে ভিকির সামনে নাকি হাজির হয়েছে ভয়ংকর সব সাপ, জন্তু জানোয়ার। বিয়ার গ্রিলসের সঙ্গে তাল মিলিয়ে ভিকি নাকি কাঁচা মাছ, কাঁকড়াও খেয়েছেন। শুধু তাই নয়, ডুব দিয়েছেন গভীর সমুদ্রে। 

ভিকির কথায়, জলের প্রতি আমার একটা ভীতি রয়েছে। তাই প্রথমটায় খুব ভয় পেয়েছিলাম। কিন্তু চ্যালেঞ্জ যখন নিয়েছি, তখন তো করতেই হবে! ডিসকভারি চ্যানেলে এই শো দেখা যাবে নভেম্বরের ১২ তারিখ। 

এই শো নিয়ে একদিকে যেমন উচ্ছ্বসিত ভিকি কৌশল, তেমনি ক্যাটরিনার সঙ্গে বিয়ে নিয়ে নাকি অল্প টেনশনেও রয়েছেন। অন্তত, ভিকির ঘনিষ্ঠরা এমনটাই বলছেন। অনুরাগীরা অবশ্য মনে করছেন, বিয়ের আগে ভিকির এই জঙ্গল অভিযানে যাওয়া একেবারেই উচিত হয়নি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ