Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ১৫ নভেম্বর ২০২১

আজ রাজকুমারের বিয়ে

রাজকুমার রাও ও পত্রলেখা পাল

রাজকুমার রাও ও পত্রলেখা পাল

আজ সোমবার (১৫ নভেম্বর) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং অভিনেত্রী পত্রলেখা পাল। তাদের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখান থেকে জানা গেছে এই জুটির বিয়ের তারিখ।

নিমন্ত্রণপত্রে লেখা আছে, ‘১৫ নভেম্বর ২০২১-এ চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাসে রাও পরিবার এবং পাল পরিবার পত্রলেখা আর রাজকুমারের বিয়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছে।’ রাজকুমারের এক ফ্যানপেজের টুইটার হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে বিয়ের কার্ডটি। 

এর আগে রোববার (১৪ নভেম্বর) নিউ চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে রাজকুমার ও পত্রলেখার বাগদান সম্পন্ন হয়। হবু বর কনের বাগদানের ভিডিও মুহূর্তে ভাইরাল হয় নেটদুনিয়ায়। এতে দেখা যায়, হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে আংটি পরিয়ে দিচ্ছেন রাজকুমার। তাদের দু’জনের পরনে সাদা রঙের পোশাক।

আরও পড়ুন : বিয়ে করছেন বিদ্যা সিনহা মিম

তাদের বিয়ের সাক্ষী হতে ইতিমধ্যে ফারাহ খান, সাকিব সালিম, হুমা কুরেশি, অদিতি রাও হায়দারি আর অমর কৌশিক চণ্ডীগড়ে পৌঁছে গেছেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাজকুমার আর পত্রলেখা বিবাহ–পরবর্তী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানা গেছে।

১০ বছর ধরে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। এছাড়াও অনেক দিন লিভ টুগেদার করেছেন দুজন। তাই একসঙ্গে বসবাসকে এবার তারা আনুষ্ঠানিক পূর্ণতা দিতে চলেছেন। 

আরও পড়ুন : প্রসেনজিতের সঙ্গে মিথিলা, প্রযোজনায় জিৎ

রাজকুমারকে সিনেমার পর্দাতেই প্রথম দেখেছিলেন পত্রলেখা। সিনেমার নাম ছিল ‘এলএসডি’। এতে অদ্ভুত এক চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। তখন তাকে দেখে পত্রলেখা ভেবেছিলেন, বাস্তব জীবনেও হয়ত এমনই। কিন্তু দেখা হওয়ার পর ধারণা পাল্টে যায়।

অন্যদিকে পত্রলেখাকেও প্রথমবার টিভি পর্দায় দেখেছিলেন রাজকুমার। দেখেই তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন! যদিও এর অনেক পরে তাদের সম্পর্ক গড়ে উঠেছিল।

উল্লেখ্য, রাজকুমার রাও বলিউডের এ সময়ের অন্যতম মেধাবী ও সফল অভিনেতা। ২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোকা’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘কাই পো চে’, ‘শহিদ’, ‘আলীগড়’, ‘বেরেইলি কি বারফি’, ‘নিউটন’, ‘স্ত্রী’র মতো সিনেমা উপহার দিয়েছেন।

অন্যদিকে পত্রলেখা বলিউডে আত্মপ্রকাশ করেন রাজকুমারের সঙ্গেই। সিনেমার নাম ছিল ‘সিটিলাইটস’। এটি মুক্তি পায় ২০১৪ সালে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ