Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ২৮ জানুয়ারি ২০২২
আপডেট: ১২:৫৮, ২৮ জানুয়ারি ২০২২

জুমার নামাজ পড়ে ভোট দেবেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়। যা চলবে বিকেল ৫ টা পর্যন্ত। 

এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন নায়ক জায়েদ খান। নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত ভোটার কম। জুমার পর বাড়বে। আমিও জুমার নামাজ পড়ে ভোট দেবো। আমরা সবাই শিল্পী। আনন্দ করে নির্বাচন করছি।

তিনি বলেন, বাইরে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও দিনশেষে আসলে ভোট দেবেন শিল্পীরা। তারাই বুথে প্রবেশ করে সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন কাকে তাদের পাশে পান আর কাকে পাওয়া যায় না। ভালো-মন্দ বিচারটা ওনারা ওখানেই করে ফেলবেন।

আরও পড়ুন- পপির অভিযোগ নিয়ে যা বললেন জায়েদ খান

ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে জায়েদ খান বলেন, বাইরে কিছু লোকজন জটলা করার চেষ্টা করছে। এছাড়া ভেতরে কোনো সমস্যা নেই। এখানে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে।

নিজের জয়ের ব্যাপারে তিনি বলেন, ভালো কাজ করলে আল্লাহতালা অবশ্যই জয় লাভ করার সুযোগ দেবেন।

আরও পড়ুন- বিয়ে করলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়

জানা গেছে, চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটার রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। সহযোগী কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যার একটির নেতৃত্ব আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ। অন্য প্যানেলের নেতৃত্বে মিশা সওদাগর-জায়েদ খান।

আইনিউজ/এসডিপি 

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ