Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২৮ জানুয়ারি ২০২২

প্রথমবার ভোট দিলেন দীঘি, জানালেন অনুভূতি

প্রার্থনা ফারদিন দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী হিসেবে সিনেমায় কাজ  শুরু করেন প্রার্থনা ফারদিন দীঘি।  তবে এতদিন তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার হননি। এবারই প্রথম ভোটার হয়েছেন এবং ভোট দিয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। টিয়া রঙের একটি শাড়ি পরে এফডিসিতে এসে তিনি ভোট দিয়েছেন।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীঘি বলেন, ‘সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে, এই যে আমি ভোটার কার্ড নিয়ে ঘুরছি। ঘুরছি কারণ, এটাই আমার খুব মজা লাগছে। প্রতিবার আমি আসতাম, বাবার জন্য ভোট চাইতাম এবং দাঁড়িয়ে থাকতাম, এতটুকুই। এবার মানুষ আমার কাছে ভোট চাইবে।’

আরও পড়ুন- টাকা দিয়ে ভোট কিনছেন জায়েদ খান, অভিযোগ নিপুণের

দীঘির বাবা অভিনেতা সুব্রত বরাবরই শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হন। সেই সুবাদে বাবার সঙ্গে নির্বাচনে আগেও বহুবার এসেছেন। তবে এবার তিনি একটু বেশি চিন্তিত। দীঘি বলেন, ‘এবার একটু বেশি টেনশন কাজ করেছে। প্রতিবারই হয় এই টেনশনটা। এবার কেন জানি দায়িত্ব থেকে একটু বেশি টেনশন কাজ করেছে। হার-জিৎ তো অবশ্যই আছে। বাবাকে আমি কখনও হারতে দেখিনি। হয়তো বা খুবই কম জিনিসটা। একবার কি দু’বার এরকম হয়েছে। বাবা না আসলে যে আসবে, তার কাছে আমি এতটুকু প্রত্যাশা রাখি, সে যাতে বাবার মতোই থাকে।’

উল্লেখ্য, ২০২১ সালে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন দীঘি। সিনেমাটির নাম ছিল ‘তুমি আছো তুমি নেই’। এরপর তিনি আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সরগরম এফডিসি পাড়া

বিশাল হৃদয়ের হিরো আলম যা বললেন জায়েদ খান সম্পর্কে

`গরীব, টাকাপয়সা নেই এমন শিল্পীদের বের করে দিয়েছে এফডিসি`

পপি আপু যা বলেছেন তা উনার ব্যক্তিগত ব্যাপার : অভিনেত্রী শাহানূর

স্ত্রীর পছন্দের প্রার্থীকে ভোট দেবেন কমেডিয়ান হারুন কিসিঞ্জার

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ