Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫০, ২৮ জানুয়ারি ২০২২

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন ৩৬৫ জন

কোনো বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হলো বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করেছেন। একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল।

প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুণ জানিয়েছেন,  ‘৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোট দিয়েছেন। আমরা এতো ভোট আশাও করিনি। করোনার কারণে  সবগুলো সংগঠনকে নিয়ে নির্বাচন করতে আমাকে অনুমতি দেয়নি এফডিসি কর্তৃপক্ষ। এরপরও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।’

আরও পড়ুন- টাকা দিয়ে ভোট কিনছেন জায়েদ খান, অভিযোগ নিপুণের

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, প্রতি বছরই শিল্পী সমিতির ভোট গণনায় দীর্ঘ সময় লেগে যায়। এর কারণ জানতে চাইলে তিনি জানান, ভোটগুলো বেশ কয়েকটি ভাগে গণনা করতে হয়। এ কারণেই অধিক সময় লাগে।

এবার বাইরে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে প্রার্থী সবাই ভোট গণনা দেখতে পারবেন। তাই বিষয়টি নিয়ে কার সংশয় থাকবে না বলে আশাব্যক্ত করেছেন পীরজাদা হারুণ।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় শুরু হয় শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম ভোটটি দিয়েছিলেন এবারের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। এরপর একে একে অন্য প্রার্থী ও সাধারণ ভোটাররা ভোট দেন।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সরগরম এফডিসি পাড়া

বিশাল হৃদয়ের হিরো আলম যা বললেন জায়েদ খান সম্পর্কে

`গরীব, টাকাপয়সা নেই এমন শিল্পীদের বের করে দিয়েছে এফডিসি`

পপি আপু যা বলেছেন তা উনার ব্যক্তিগত ব্যাপার : অভিনেত্রী শাহানূর

স্ত্রীর পছন্দের প্রার্থীকে ভোট দেবেন কমেডিয়ান হারুন কিসিঞ্জার

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ