Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ৩ ফেব্রুয়ারি ২০২২

আমার শুধু কান্না আসছে : মাসুম আজিজ

মাসুম আজিজ

মাসুম আজিজ

২০২২ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৪ জন গুণীকে এই পদক দেওয়া হচ্ছে। এদের মধ্যে অভিনয়ে (শিল্পকলা) তিনজন। তারা হলেন মাসুম আজিজ, আফজাল হোসেন ও প্রয়াত খালেদ খান।

একুশে পদক ঘোষণার পর গুণী অভিনেতা মাসুম আজিজ কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, ‘বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় প্রথম খবরটি জানতে পারি। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে জানানো হয়। এরপর আমার কাছে অনাপত্তি পত্র চাওয়া হয়। তখনও নিশ্চিত ছিলাম না, তবে ভীষণ উত্তেজনা নিয়ে অপেক্ষায় ছিলাম।’

আরও পড়ুন- একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক তালিকায় একুশে পদকে ভূষিত ২৪ বিশিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করা হয়।

সেখানে নিজের নাম দেখে আপ্লুত মাসুম আজিজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার শুধু কান্না আসছে। আমার স্ট্রাগল তো কারো অজানা নয়। জীবনের সব সুখ আনন্দ বাদ দিয়ে থিয়েটার করেছি, নাটক করেছি। অভিনয়ে বিরতি দেইনি। এই প্রাপ্তি বোধহয় তারই ফল।’ রাষ্ট্রের কাছ থেকে এত বড় স্বীকৃতি প্রাপ্তিতে সরকারকেও ধন্যবাদ জানান এই গুণী অভিনেতা।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ