Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৯:২০, ১৬ ফেব্রুয়ারি ২০২২

বাপ্পি লাহিড়ীর প্রয়াণে আবেগঘন জয়া আহসান

উপমহাদেশের কিংবদন্তী শিল্পী বাপ্পী লাহিড়ীর প্রয়াণে ফেসবুক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দুই বাংলার তারকা শিল্পী জয়া আহসান। তিনি বাপ্পী লাহিড়ীকে উদ্দেশ্যে করে বলেছেন- ‘তাঁর গানে আনন্দ উৎসব, তাঁর গানে জীবনের উদযাপন...।’

জয়া আহসান বলেছেন- সঙ্গীতে, সুরে, অমর হয়ে মনে থেকে যাবেন বাপ্পী লাহিড়ী। 

স্ট্যাটাসে আবেগাপ্লুত জয়া বলেন- ‘তাঁর সুরে অমলিন থেকে যাবে চিরসবুজ হৃদয়ের অভিযান’। 

জয়া আহসানের ফেসবুক স্ট্যাটাসটি নীচে হুবহু তুলে ধরা হলো।

তিনি লিখেছেন- 

‘তাঁর গানে আনন্দ উৎসব, তাঁর গানে জীবনের উদযাপন... তাঁর সুরে অমলিন থেকে যাবে চিরসবুজ হৃদয়ের অভিযান॥ বিদায় বাপ্পী লাহিড়ী... সঙ্গীতে, সুরে, অমর হয়ে আমাদের মনে থেকে যাবেন আপনি॥’

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

ডিস্কোর পাশাপাশি বিভিন্ন অসাধারণ গানে সুর দিয়েছেন বাপ্পী লাহিড়ী। এর মধ্যে রয়েছে ‘শরাবি’, ‘চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখ না’, ‘কভি অলবিদা না কেহনা’। এছাড়াও বাংলা সিনেমা জগতের বিভিন্ন গান যেগুলি ইতিহাস তৈরি করেছে যেমন ‘অমর সঙ্গী’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘গুরুদক্ষিনা’ এই সব গানের সুরেও ছিল বাপ্পি লাহিড়ির ছোঁয়া। 

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ