Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ২৫ মার্চ ২০২২
আপডেট: ১৬:৩২, ২৫ মার্চ ২০২২

বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

ভারতীয় টিভি চ্যানেলে রিয়েলিটি শো গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’। এক ভাগে স্ট্যান্ড-আপ কমেডি। অন্য ভাগে টক-শো। কপিল শর্মার শোয়ের মোড়ক খানিকটা কেন, বেশ অভিনব! ফলে টিআরপি কাড়তে বেশি দেরি হয়নি।

তুমুল জনপ্রিয় এই শো যারা পছন্দ করেন, তাদের জন্য দুঃসংবাদ। কারণ বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’। তবে চিরতরে নয়, কিছুদিনের জন্যই বন্ধ করা হচ্ছে অনুষ্ঠানটি। এমনটাই জানা গেল ভারতীয় গণমাধ্যম থেকে।

জানা গেছে, আগামী জুনে একমাসের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন কপিল শর্মা। সেখানে তিনি বেশ কয়েকটি লাইভ শো’তে অংশ নেবেন। এজন্য ‘দ্য কপিল শর্মা শো’র শুটিং করতে পারবেন না।

আরও পড়ুন- প্রেমের শহর প্যারিসে যাচ্ছে ‘শিরোনামহীন’

এছাড়া নন্দিতা দাসের পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন কপিল। সেটা নিয়েও থাকবে অনেকদিনের ব্যস্ততা। এসবের ফাঁকে অনুষ্ঠানের জন্য সময় বের করতে পারবেন না। তাই প্রযোজকরা সিদ্ধান্ত নিয়েছেন, কিছুদিনের জন্য বিরতি দেওয়া হবে এই কমেডি প্রোগ্রামের।

তবে ‘দ্য কপিল শর্মা শো’ সহসাই বন্ধ হচ্ছে না। কেননা যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কপিল কিছু পর্বের শুটিং করে যাবেন। সেগুলো দেখতে পারবেন ভক্তরা।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে জনপ্রিয়তার সঙ্গে প্রচার হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’। কপিলের সঙ্গে এর বিভিন্ন পর্বে অংশ নেন অর্চনা পুরাণ সিং, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, সুমনা চক্রবর্তী, চন্দন প্রভাকর, ভারতী সিং প্রমুখ। এর আগেও বন্ধ হয়েছিল অনুষ্ঠানটি। তখন পরিবারকে সময় দেওয়ার জন্য বিরতি নিয়েছিলেন কপিল।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ