Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ৬ এপ্রিল ২০২২

এপ্রিলেই বিয়ের পিঁড়িতে আলিয়া ভাট ও রণবীর কাপুর

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন। অনেকদিন ধরে তাদের বিয়ে নিয়েও বিভিন্ন কথা শোনা যাচ্ছে। যদিও বিয়ে নিয়ে দুজনের কেউই কখনও সরাসরি কিছু বলেননি।

তবে কিছুদিন আগে রণবীর কাপুর জানিয়েছিলেন খুব শিগগিরই তিনি আর আলিয়া বিয়ে করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছিল সামনের মাসের শুরুর দিকে হয়ত তারা গাঁটছাড়া বাঁধবেন।

কিন্তু শেষ পর্যন্ত জানা গেল সামনের মাসে নয়, রণবীর-আলিয়া জুটি বিয়ের পিঁড়িতে বসছেন চলমান এপ্রিল মাসেই। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা।

রণবীর-আলিয়া জুটির ঘনিষ্ঠ সূত্রমতে, আলিয়ার দাদা এন রাজদানের শারীরিক অবস্থা ভাল না। তিনি আলিয়ার সঙ্গে রণবীরের বিয়ে দেখতে চেয়েছেন। আগামী ১৭ এপ্রিল কাপুরদের চেম্বুরের পৈতৃক বাড়ি আর কে হাউজে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

তবে রণবীর-আলিয়ার বিয়ের আয়োজন বড় পরিসরে হচ্ছে না। ঘরোয়া পরিবেশে গুটিকয়েক আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ