Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ৮ এপ্রিল ২০২২
আপডেট: ১৪:৫৬, ৮ এপ্রিল ২০২২

মাছরাঙা টিভিতে আজ গান শোনাবেন সমরজিৎ রায়

সঙ্গীতশিল্পী সমরজিৎ রায়

সঙ্গীতশিল্পী সমরজিৎ রায়

সমরজিৎ রায় বাংলাদেশের জনপ্রিয় ও গুণী সঙ্গীতশিল্পীদের অন্যতম। "তোমায় গান শোনাবো" শিরোনামে সরাসরি সম্প্রচারিত মাছরাঙা টেলিভিশনের বৈঠকী গানের জনপ্রিয় এই অনুষ্ঠানে আজ গান শোনাবেন সমরজিৎ।

রাগাশ্রয়ী গানের প্রতি যাঁদের বিশেষ দূর্বলতা এই অনুষ্ঠানটি তাঁদের ভীষণ প্রিয়। পুরোনো দিনের গানগুলো তো থাকবেই, সাথে থাকবে বাছাইকৃত আমার কিছু মৌলিক গানও।  -সমরজিৎ রায়

আজ রাত ১১.৩০ টায় সরাসরি অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। শিল্পী সমরজিৎ বলেন," রাগাশ্রয়ী গানের প্রতি যাঁদের বিশেষ দূর্বলতা এই অনুষ্ঠানটি তাঁদের ভীষণ প্রিয়। পুরোনো দিনের গানগুলো তো থাকবেই, সাথে থাকবে বাছাইকৃত আমার কিছু মৌলিক গানও। আমার বিশ্বাস, দর্শক শ্রোতারা এই অনুষ্ঠানটি ভীষণ উপভোগ করবেন।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কৌশিক শংকর দাশ এবং প্রযোজনায় স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করবেন পল্লব সান্যাল, বিনোদ রায়, নাসির উদ্দীন, মানিক আহমেদ ও মামুন। দর্শক শ্রোতারা অনুষ্ঠান চলাকালীন শিল্পীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলার সুযোগও পাবেন। অনুষ্ঠানটি ফেসবুকেও সরাসরি সম্প্রচারিত হবে।

আইনিউজ/এইচকে

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ