Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ১৪ এপ্রিল ২০২২

ছবিতে দেখে নিন রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে

অবশেষে জল্পনা-কল্পনার অবসান। বিয়ে করে ফেললেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। গোধূলি লগ্নে সম্পন্ন হল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে। হাতে গোনা কয়েকজন বন্ধু এবং দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের জুটি এক হলো।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রণবীর কাপুরের বান্দ্রার বাড়িতে দুই অভিনেতার বিয়ে হয়েছে। শোনা যাচ্ছে, বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা পোশাক পড়েছিলেন আলিয়া।

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নীতু কাপুরের বিয়ের গয়না পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভাট কন্যা। চলতি সপ্তাহের শুরু থেকেই স্পটলাইটে ছিল বাস্তু। গোটা দেশ এই মুহূর্তে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের এক ঝলক দেখার অপেক্ষায় অধীর।

বিয়ের অনুষ্ঠানে বজ্রআঁটুনি থাকলেও, স্বামী-স্ত্রী হওয়ার পর একসঙ্গে প্রকাশ্যে এসেছেন দুই তারকা। সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন।

বিয়ের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, করিনা কাপুর খান, মহেশ ভাট, সোনি রজদান সহ কাপুর এবং ভাট পরিবারের সদস্যরা। পাত্রের মা সহ লড়কেওয়ালেরা বিয়ের সন্ধ্যায় বিশেষ ডান্স পারফর্ম্যান্স করতে চলেছেন বলেই খবর।

এছাড়াও করণ জোহর, আকাঙ্খা রঞ্জন, অয়ন মুখোপাধ্যায়ের মতো ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন দুই তারকার বিয়েতে। আম্বানিদেরও দেখা গিয়েছে এদিন বিয়ের ভ্যেনুতে প্রবেশ করতে। আকাশ এবং শ্লোক আম্বানি উপস্থিত হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে।

শোনা যাচ্ছে, এরপরে এক বলিউড স্টাইল পার্টি থ্রো করার সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার অ্যান্ড মিসেস কাপুর। সেই অনুষ্ঠানে নাকি আমন্ত্রণ জানানো হয়েছে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফদেরও।

দম্পতির এক ঘনিষ্ঠ ব্যক্তির কথায়, "সকলেই মুভ অন করেছে। এতে খারাপ লাগার কিছুই নেই। ক্যাটরিনা আর আলিয়া তো একসঙ্গে ছবিও করছেন। ফারহান আখতারের পরবর্তী ছবি জি লে জরাতে একসঙ্গে দেখা যাবে তাঁদের।"

জানা গিয়েছে, আলিয়া বিয়ের আগে একসময়ের 'বেস্টি' ক্যাটরিনার সঙ্গে কথাও বলেছেন। ক্যাট ওঁকে শুভেচ্ছা জানিয়েছেন। একইভাবে রণবীর কাপুর এবং রণভির সিং দু'জনেই ভালো বন্ধু। ফলত পুরনো কথা ভুলে সকলেই হয়ত এক সামিল হবেন এই পার্টিতে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ