Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬, ১৫ এপ্রিল ২০২২

রণবীরকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন দুই প্রেমিকা

বলিউডের প্রেমিক পুরুষ রণবীর কাপুর। কখনো ক্যাটরিনা কাইফ, কখনো দীপিকা পাডুকোনের সাথে চুটিয়ে করেছেন প্রেম। তবে বর্তমানে তিনি আলিয়া ভাটের স্বামী। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) জমকালো আয়োজনে বিয়ে করেছেন তারা।

বলা হয়, ক্যাটরিনা কিংবা দীপিকা, সব প্রেমিকাকে রণবীর নিজেই ছেড়েছেন। অর্থাৎ সম্পর্ক ভেঙেছেন অভিনেতা। এ কারণে অনেকটা সময় তাদেরকে আড়ালে, হতাশায় থাকতেও দেখা গেছে। তারা নিজেরাও পরোক্ষভাবে সেসব স্বীকার করেছেন।

তবে রণবীরের বিয়ের খবর শুনে চুপ থাকলেন না ক্যাটরিনা ও দীপিকা। খোলা মনে শুভেচ্ছা জানিয়েছেন। নবদম্পতির জন্য শুভকামনা করেছেন। সেটাও আবার আলিয়া ভাটের পোস্টেই।

বিয়ের ছবি আলিয়া নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানেই মন্তব্য করেন রণবীরের দুই প্রাক্তন প্রেমিকা। দীপিকা লিখেছেন, ‘তোমাদের দুজনকে আগামী জীবনের জন্য অনেক ভালোবাসা পাঠালাম।’

অন্যদিকে ক্যাটরিনা মন্তব্য করেছেন, ‘দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। ভালোবাসা আর আনন্দ পাঠালাম।’

তবে ক্যাটরিনা আরও একধাপ বেশি করেছেন। তিনি রণবীর-আলিয়ার একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে দ্বিতীয়বার শুভেচ্ছা জানিয়েছেন। বোঝাই যাচ্ছে, প্রাক্তন হলেও রণবীরের বিয়েতে খুশিই হয়েছেন তারা।

তবে রণবীরের আগেই ঘর বেঁধে ফেলেছেন দীপিকা ও ক্যাটরিনা। ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা। আর ক্যাটরিনা গত বছরের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ