Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

বিনোদন ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৩:১৮, ১৮ এপ্রিল ২০২২

বক্স অফিসে কেজিএফ: চ্যাপ্টার ২ এর ঝড়

কন্নড় সিনেমার সুপারস্টার যশ

কন্নড় সিনেমার সুপারস্টার যশ

ভারতের বিখ্যাত সুপারস্টার যশ। কন্নড় সিনেমার এই তারকাকে নিয়ে গুঞ্জন এখন বিশ্বজুড়ে। তার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তি পায় গত ১৪ এপ্রিল । মাত্র চারদিনেই এই সিনেমা ৫০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে গেছে! 

২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ চ্যাপ্টার ১। মুক্তির পর থেকেই পুরো ভারত জুড়ে উন্মাদনা ছড়িয়ে ফেলেছিল সিনেমাটি। এরপর কেজিএফ চ্যাপ্টার ২ এর মুক্তির অপেক্ষাতে ছিলেন দর্শকরা।

প্রথম দিনেই বক্স অফিসে সর্বাধিক আলোচনায় আসে এই ছবি। প্রায় ৪৪০০ স্ক্রিনে মুক্তি পাওয়া সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গড়ছে। যদিও বিশ্লেষকেরা সিনেমাটির ডায়লগ এবং একশনের কড়া সমালোচনা করেছেন।

‘কেজিএফ’ এর মির্মাতা প্রশান্ত নীল। এর মূল চরিত্রে অভিনয় করেছেন কন্নড় তারকা যশ। তার সঙ্গে আরও আছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ