Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ১ জুন ২০২২
আপডেট: ০০:৪৫, ১ জুন ২০২২

জনপ্রিয় ভারতীয় গায়ক কেকে আর নেই

অসংখ্য ভক্তদের থেকে বিদায় নিয়ে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন কেকে।

অসংখ্য ভক্তদের থেকে বিদায় নিয়ে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন কেকে।

ভারত তথা পুরো উপমহাদেশের জনপ্রিয় কেকে নামে জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ আর নেই। ভারতসহ বিশ্বের অসংখ্য ভক্তদের থেকে বিদায় নিয়ে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন।

টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়াডটকমের প্রতিবেদনে জানা যায়, ইভ শো চলছিল কলকাতার নজরুল মঞ্চে। সেখানেই ঘটল অঘটন। গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে।

পরে তাঁকে কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন ৫৪ বছর বয়সী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে।

তার মৃত্যুর সংবাদে মন্ত্রী অরুপ বিশ্বাস, গায়ক জিৎ গঙ্গোপাধ্যায় সহ অনেকেই ছুটে গেছেন হাসপাতালে। কেকের ম্যানেজার জানান- সকালে স্ত্রী ও ছেলে কলকাতায় এলে নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

কেকে'র উপহার দেওয়া গানগুলোর একাংশ

কেকে'র উপহার দেওয়া গান ওম শান্তি ওম সিনেমার আখো মে তেরি, বজরঙ্গী ভাইজানের তু জো মিলা কিংবা মার্ডার থ্রি থেকে মাত আজমা রে -সহ অসংখ্য গান আজও গানপ্রেমীদের মনে রোমাঞ্চের সৃষ্টি করে। তার মৃত্যুতে শোকে ছেয়ে গেছে টুইটার, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া।

কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ইলেক্ট্রিক লাইভ শোগুলির জন্য পরিচিত ছিলেন। তার ইনস্টাগ্রাম পেজে তার মৃত্যুর আট ঘন্টা আগেও কলকাতায় তার কনসার্টের আপডেটগুলি শেয়ার করেছিলেন তিনি।

কেকে ১৯৯৯ সালে তার প্রথম অ্যালবাম- পাল প্রকাশ করেন। গায়ক-সুরকার, যার আসল নাম ছিল কৃষ্ণকুমার কুন্নাথ তখন তার স্বাধীন সঙ্গীতের চেয়ে বলিউডে বেশি মনোযোগ দিয়েছিলেন, যেমন টদাপ তদাপ (হাম দিল দে চুকে সনম, ১৯৯৯), দাস বাহানে (দাস, 2005) এবং তুনে মারি এন্ট্রিয়া (গুন্ডে, ২০১৪)।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ