Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮, ১২ জুলাই ২০২২
আপডেট: ১৭:৩০, ১২ জুলাই ২০২২

ঈদে দেখা দিয়ে ভক্তদের খুশি করলেন শাহরুখ, ভাইজান ভক্তরা নিরাশ

শাহরুখ দেখা দিলেও, আড়ালেই রইলেন ভাইজান সালমান

শাহরুখ দেখা দিলেও, আড়ালেই রইলেন ভাইজান সালমান

প্রতি ঈদে ভক্তদের এক ঝলক দেয়ার রীতি অনেকদিন ধরেই মেনে আসছেন শাহরুক খান এবং বলিউডের ভাইজান। এবার ঈদেও এর ব্যাতিক্রম ছিলেন না শাহরুখ খান। নির্দিষ্ট সময়ে মান্নাতে দেখা দিলেন ভক্তদের। কিং খান ভক্তরাও শাহরুখকে দেখে মনের খায়েশ পূরণ করেছেন।

কিন্তু ভিন্ন ঘটনা ঘটেছে ভাইজানের ক্ষেত্রে। এই ঈদুল আজহায় ভক্তদের দেখা দিলেন না তিনি। হতাশ অনেই ফিরতে হয়েছে সালমান ভক্তদের। নানা জল্পনার পর জানা গেলো ভাইজানের দেখা না দেয়ার কারণ। 

মুম্বাইয়ের সংবাদমাধ্যমের দাবি, সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডের পর আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না ‘ভাইজান’। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল যে তাকে আর তার বাবাকেও খুনের হুমকি দিয়েছিল। নিরাপত্তার কারণেই তাই তারপর থেকে আর জনসমক্ষে আসেন না সালমান।

‘গ্যালক্সি’র চারপাশে ১৫টির মতো সিসি ক্যামেরা বসানো আছে। রয়েছে কড়া পুলিশ পাহারাও। সব মিলিয়ে এবছরের পরিস্থিতি অনেকটাই আলাদা।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ