Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ১২ জুলাই ২০২২

রাজের সাফল্যে উচ্ছ্বসিত স্ত্রী পরীমণি

ঈদে মুক্তি পেয়েছে অভিনেতা শরীফুল রাজ অভিনীত ছবি 'পরাণ'। এই ছবির মাধ্যমে ঈদের মতো বড় উৎসবে মুক্তি পেলো তার ছবি। এর আগে ২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু অভিনেতা শরীফুল রাজ। এরপর ২০১৯ সালের ‘ন ডরাই’ এবং ২০২১ সালের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেন। 

তিন ছবির অভিনেতা হলেও রাজ মূলত আলোচিত হতে থাকেন পরীমণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর। এবার নিজ অভিনয় দিয়ে এলেন আলোচনায়। 'পরাণ' এ তার অভিনয় দর্শকরা গ্রহণ করছেন বেশ। সিনেমা পাড়ায় তাই রাজ এখন 'টক অব দ্য টাউন'।

রাজের এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত স্ত্রী পরীমণি। সোমবার পরীমণি সে উচ্ছ্বাসের খবর জানিয়ে বললেন, 'রাজ হচ্ছে আমার পরাণ । আমার পরাণের পরাণ মুক্তি পেয়েছে। চার দিকে তার প্রশংসা শুনে আমার যে কি ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। ঈদে আমার পরাণটা সবার পরাণ কাপায়ে দিলো।' 

এদিকে সোমবার রাজের সঙ্গে দর্শকদের সেলফি তোলার হিড়িক চলছে এমন একটি ভিডিও আপলোড করেন পরীমণি। ক্যাপশনে রাজকে  উদ্দেশ্যে পরীমণি লিখেন, ‘আমার পরাণটা, দিলা তো সব কাঁপিয়ে! এভাবেই রাজ করতে থাকো পুরোটা সময়। ঈদ মোবারক।’

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ