Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩২, ১৫ জুলাই ২০২২

হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ

হার্ট অ্যাটাক হয়ে পপ তারকা ও নির্মাতা ফেরদৌস ওয়াহিদ রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) ভোরের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন সূত্রের বরাতে জানায়, বর্তমানে ফেরদৌস ওয়াহিদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। ৬৯ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

টানা পাঁচ দশকের সংগীত ক্যারিয়ার ফেরদৌস ওয়াহিদের। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, আমি এক পাহারাদার, মামুনিয়া, আগে যদি জানতাম, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলাম প্রভৃতি।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ