Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

বিনোদন ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১২:১৪, ২১ জুলাই ২০২২

‘হাওয়া’কে উৎসর্গ করে মেঘদলের গান ‘এ হাওয়া’

নেট দুনিয়া মাত করছে মেজবাউর রহমান সুমন পরিচালিক ‘হাওয়া’ সিনেমার গান সাদা সাদা-কালা কালা। গানটিতে মজেছেন দর্শকশ্রোতাও। মেকিং, কম্পোজিশন নিয়ে প্রশংসা করছেন বুদ্ধারা। এবার সেই পালের ‘হাওয়া’য় আরও বিনোদন যোগ করে দিলো গানের ব্যান্ড মেঘদল। তারা সম্প্রতি ‘হাওয়া’ সিনেমাকে  উৎসর্গ করে একটি গান প্রকাশ করেছে।

‘এ হাওয়া’  নামের গানটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশ হয়েছে মঙ্গলবার রাতে। সম্পূর্ণ একটি ভিডিওটিতে মেঘদলের পাশাপাশি পাওয়া গেল ‘হাওয়া’র তারকাদের।

ছবিটির পরিচালক মেজবাউর রহমান সুমন মেঘদলের গায়ক। সিনেমার আবহ সংগীত করেছেন দলটির সদস্য রাশিদ শরীফ শোয়েব। গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল ও সুমন।

‘হাওয়া’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। ছবিটি মুক্তি পাবে ২৯ জুলাই।

আইনিউজ/এইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ