Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩১, ২২ জুলাই ২০২২
আপডেট: ২২:৩৩, ২২ জুলাই ২০২২

পূর্ণিমার দ্বিতীয় বিয়েতে শুভকামনা জানালেন প্রাক্তন স্বামী

দ্বিতীয় স্বামীর সাথে পূর্ণিমা (বামে), প্রাক্তন স্বামীর কোলে তাদের মেয়ে।

দ্বিতীয় স্বামীর সাথে পূর্ণিমা (বামে), প্রাক্তন স্বামীর কোলে তাদের মেয়ে।

চিত্রনায়িকা পূর্ণিমার বিচ্ছেদের খবর আসেনি গণমাধ্যমে। সে খবর আসার আগেই নতুন বিয়ের খবর জানালেন এই নায়িকা। জানালেন ২ মাস আগেই আকিজ গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেছেন তিনি। 

দ্বিতীয়বার বিয়ে করায় পূর্ণিমাকে শুভ কামনা জানিয়েছেন তার প্রাক্তন স্বামী আহমেদ ফাহাদ জামাল। তিনি বলেন, `পূর্ণিমার বিয়ের খবর গণমাধ্যমের বরাতে আমিও জেনেছি। তাদের জন্য শুভকামনা থাকলো। আর আমার সন্তানের জন্য প্রার্থনা রাখবেন। 

 গত ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। এই বিয়ের খবর প্রকাশ করলেন বৃহস্পতিবার রাতে। 

বিয়ের খবর সামনে আসতেই প্রথম বিয়ের বিচ্ছেদের খবরও জানা গেল। পূর্ণিমার প্রাক্তন স্বামীর বরাতে জানা গেল তিন বছর আগেই বিচ্ছেদ হয়েছে তাদের। তাদের একমাত্র সন্তান আরশিয়া উমাইজা উভয়ের কাছেই থাকেন। 

২০০৭ সালে চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামাল  ভালোবেসে বিয়ে করেন পূর্ণিমা।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ