Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ২৬ জুলাই ২০২২

সেন্সর বোর্ডে আটকে গেলো ‘পদ্মা সেতু’ সিনেমা

“পদ্মা সেতু” সিনেমার ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড।

“পদ্মা সেতু” সিনেমার ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড।

ভুল তথ্য উপস্থাপন ও অপ্রাসঙ্গিক দৃশ্যধারণের কারণে বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ও আলী আজাদ পরিচালিত “পদ্মা সেতু” সিনেমার ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। সিনেমাটি দেখার পর সেন্সর বোর্ডের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ জুলাই) বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেন। সেখানে উপস্থিত ছিলেন তথ্য সচিব ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান মো. মকবুল হোসেনসহ বোর্ডের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে সেন্সর বোর্ডের অন্যতম সদস্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, “সিনেমাটিতে পদ্মা সেতুকে অপমান করা হয়েছে। দুঃখের বিষয় হলো, পরিচালক যাচ্ছেতাইভাবে এটি তৈরি করেছেন। এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে ভুল তথ্য দেশের ইমেজের জন্য ক্ষতিকর। তাই আমরা সিনেমাটিকে সেন্সর না দিতে সম্মত হয়েছি।”

জানা গেছে, নতুন করে দৃশ্যধারণসহ ও সংলাপ পরিবর্তনের জন্য সেতু বিভাগ থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। 

এদিকে, পদ্মা সেতু ছবির পরিচালক আলী আজাদের দাবি, “ভুল তথ্য উপস্থাপনের বিষয়টি সত্য নয়। আমার সিনেমায় কোনো ভুল তথ্য পরিবেশন করা হয়নি। যা কিছু দেখানো হয়েছে, তা বিভিন্ন পত্র-পত্রিকায় আগেই এসেছে।”

“পদ্মা সেতু” সিনেমার পুরো শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকায়। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও অলিভিয়া মাইশা। বিভিন্ন চরিত্রে আরও আছেন রায়হান মুজিব, হিমেল রাজ,আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ