Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১১:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২২

সমরজিৎ ও প্রিয়াংকার যুগল গান ‘রাইকিশোরী’

সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ

সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ

বাংলাদেশের জনপ্রিয় ও গুণী সঙ্গীত শিল্পীদের মধ্যে সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ অন্যতম। ‘বেহাগের সুরে’, ‘শরৎ প্রভাতে’ -সহ তাঁদের দুজনের গাওয়া বেশ কিছু গানই বেশ শ্রোতাপ্রিয় হয়েছে। প্রতি বছরের মতো এবারের দুর্গা পূজায়ও প্রকাশিত হবে এই দুই গুণী শিল্পীর দ্বৈত কণ্ঠে আধুনিক বাংলা গান ‘রাইকিশোরী’। গানটির কথা লিখেছেন নবারুণ বিশ্বাস।

গানের সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনা করেছেন সমরজিৎ রায় নিজেই। বিনোদ রায়ের স্টুডিওতে রেকর্ডকৃত এই গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন কলকাতার গৌতম বসু, প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, ভিডিও দৃশ্য ধারণে ছিলেন শেখ সাদী, ভিডিও নির্দেশনায় পিজিত এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।

গানটি প্রকাশিত হবে ৩০ সেপ্টেম্বর সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে।

গানটির ব্যাপারে সমরজিৎ রায় বলেন, প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কণ্ঠের গানগুলো শ্রোতারা সবসময় খুব পছন্দ করেন এবং অনেক ভক্তরাই প্রায় সময় আমার কাছে জানতে চান কবে আবার আমাদের নতুন গান আসবে। প্রতিবারই চেষ্টা করেছি আগের গানের মানের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে নতুন গান তৈরি করতে। যেহেতু আমাদের কণ্ঠে রাগাশ্রয়ী গানগুলোই শ্রোতারা বেশি পছন্দ করেন, তাই ‘রাইকিশোরী’ গানটির সুর এবং সঙ্গীতায়োজনেও আমি চেষ্টা করেছি সেটা বজায় রাখতে। সবার ভালো লাগলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। সবাইকে দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই।

শিল্পী প্রিয়াংকা গোপ বলেন, চমৎকার একটি সফ্ট মেলোডিক রোমান্টিক গান। আমাদের শ্রোতারা যেমন এক্সক্লুসিভ গান আমাদের কাছে প্রত্যাশা করেন, তেমনই একটা মিষ্টি-সেমিক্লাসিক ঘরানার গান ‘রাইকিশোরী’।

গানটি প্রকাশিত হবে নিচের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে
https://www.facebook.com/samarjitroy.music

https://youtube.com/c/SamarjitRoyMusic

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ