Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ২৮ অক্টোবর ২০২২
আপডেট: ২৩:৩৭, ২৮ অক্টোবর ২০২২

মৌলভীবাজারের পাঁচ তারকা হোটেলে প্রীতম-শেহতাজের বিয়ে

হোটেল গ্র্যান্ড সুলতানে প্রীতম-শেহতাজের বিয়ের একটি দৃশ্য। Photo credit : SnapShot

হোটেল গ্র্যান্ড সুলতানে প্রীতম-শেহতাজের বিয়ের একটি দৃশ্য। Photo credit : SnapShot

মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেছেন সংগীত পরিচালক, গায়ক ও অভিনেতা প্রীতম হাসান। 

আজ শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ তারকা হোটেলে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে বিয়ের অনুষ্ঠান সারেন এই দুই তারকা।

টেলিফোনে জানতে চাইলে প্রীতম আই নিউজকে জানান, ছোট্ট পরিসরে বিয়ের অনুষ্ঠান সারা হয়েছে। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

প্রীতম জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গ্র্যান্ড সুলতানেই তাঁদের গায়ে হলুদ হয়েছে। 

ঘনিষ্ঠরা জানান,  প্রীতম-শেহতাজের পরিচয় থেকে প্রেম। অবশেষে পরিণয়। 

শুক্রবার নিজের টাইমলাইনে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন প্রীতম হাসান। 

পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে প্রীতমের সঙ্গে মডেল হয়েছিলেন শেহতাজ। সেখান থেকে তাঁদের ভালো লাগা শুরু হয়।

আরো পড়ুন

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

  • হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ