Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ২৩ জানুয়ারি ২০২৩

রাজ-পরীর জোড়াতালির সংসারের এক বছর 

চিত্র নায়িকা পরীমনি এবং নবাগত নায়ক রাজ

চিত্র নায়িকা পরীমনি এবং নবাগত নায়ক রাজ

বাংলাদেশের শোভিজ অঙ্গনের সবথেকে আলোচিত এবং সমালোচিত সম্পতি সম্ভবত রাজ-পরীমনি দম্পতি। কিছুদিন পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের দাম্পত্য জীবনের হেরফের নিয়ে পোস্ট-পাল্টা পোস্ট দেখা যায়। তবে এসবের মধ্য দিয়ে নিজেদের যুগল জীবনের এক বছর অতিক্রান্ত করেছেন ঢাকাই সিনেমার এই নায়ক-নায়িকা। 

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসারের এক বছর পূর্ণ হয়েছে আজ। ফেসবুকে একটি ভিডিও আপলোড করে এই দিনে স্বামী রাজকে শুভেচ্ছা জানাতেও দেখা গেছে পরীমনিকে। মূলত সেখান থেকেই জানা গেল আজ তাদের বিবাহবার্ষিকী।

পরীমনি ভিডিওতে বলেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিলো ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। তোমাকে ভালোবাসি রাজ।’

শরিফুল রাজও তার ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে লেখেন, ‘প্রিয় ভালোবাসার বউ, অসাধারণ একটি বছর পার করলাম আমরা। কিছু স্মৃতি রোমাঞ্চকর, উত্তেজনার, কিছু ভোলার মতো নয়, সারাজীবন মনে রাখার মতো। আমার স্মৃতিগুলো কেবল আমার ভেতরেই আছে, তারা কোনও জিনিস বা স্থান নয় যে, আমি তাদেরকে কোথাও নিয়ে যাবো। তোমার সঙ্গে আমার দারুণ স্মৃতি আছে এবং আমরা প্রতিদিনই বেড়ে উঠছি পরী। হ্যাপি অ্যানিভার্সারি মাই লেডি।’

পরীমনি ও শরিফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর নিজেরা বিয়ে করেন। এরপর ১০ জানুয়ারি বেবি বাম্পের ছবির প্রকাশের মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে তাদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় ২০২২ সালের ২২ জানুয়ারি। তারা সে দিনটিকেই বিবাহবার্ষিকী হিসেবে বেছে নিয়েছেন।

এরপর সম্প্রতি নিজের বেডরুমে রক্তার বিছানার ছবি দিয়ে দাম্পত্য জীবনের ইতি টানছেন এমন খবর নিয়ে আলোচনায় আসেন রাজ-পরীমনি। অবশ্য কিছুদিন পর আবার নিজেদের মধ্যে মিলমিশ হয়ে যায় এই দুই সেলিব্রিটির। একসাথে তাঁরা ছেলের জন্মদিনও উদযাপন করেছেন। 

আই নিউজ/এইচএ 

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ