আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের বিক্ষোভে নিহত তরুণীকে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল

মিয়া থোয়ে থোয়ে খাইনকে শ্রদ্ধা জানাতে হাজার মানুষের ঢল
সেনা অভ্যুত্থানের বিরোধীতা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মিয়া থোয়ে থোয়ে খাইনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এ সময় মিয়াকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
গত ৯ ফেব্রুয়ারি সেনাশাসনের বিরোধিতায় রাস্তার নেমে আসা বিক্ষোভকারীর উপর জলকামান, রাবার বুলেট এবং গুলি ছুড়ে পুলিশ। এ সময় মিয়ার মাথায় গুলি লাগে। ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মৃত্যুবরণ করেছে সে।
রোববার খাইনের অন্তেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ রাস্তার পাশে জড়ো হয়। এদের অনেকে তিন আঙ্গুল উঁচিয়ে স্যালুট জানায়।
মিয়া থোয়ে থোয়ে খাইন একটি সুপারমার্কেটের কর্মী ছিলেন। বিশতম জন্মদিনের দু’দিন আগে মাথায় গুলিবিদ্ধ হন।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে প্রথম মারা যায় মিয়া। এরপর শনিবার দেশটির মান্ডালে শহরে পুলিশের গুলিতে দু'জন বিক্ষোভকারী নিহত হয়।
জাতিসংঘ এই মৃত্যুর নিন্দা জানিয়েছে। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এক প্রতিক্রিয়ায় বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ, হুমকি ও হয়রানি অগ্রহণযোগ্য।’
এর আগে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চিসহ এনএলডি’র অন্যান্য নেতাদের আটক করে। তারপর থেকেই বিক্ষোভ শুরু করে দেশবাসী।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন:
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- ডিম আগে না মুরগি আগে, গবেষণায় মিললো উত্তর
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!
- ভারতে সাতটি রাজ্যে ছড়িয়েছে পঙ্গপাল, ঝুঁকিতে আছে গ্রীষ্মকালীন ফসল
- করোনায় ভারতে এইচএসসি পরীক্ষা বাতিল
- মাথায় কাঁঠাল পড়ে আহত, টেস্ট করে জানা গেল করোনা আক্রান্ত
- মাস্ক পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা
- করোনায় মৃত্যু হলো এক মাতৃভাষার!