Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৫ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২১ ১৪৩২

হেলাল আহমেদ, আইনিউজ

প্রকাশিত: ১১:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১২:২৯, ১৩ সেপ্টেম্বর ২০২২

বাড়ির পাশে বিয়ে করলে সুবিধা বেশি না অসুবিধা?

বিয়ে প্রত্যেকটি নারী-পুরুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা

বিয়ে প্রত্যেকটি নারী-পুরুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা

বিয়ে প্রত্যেকটি নারী-পুরুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সকলের মনেই বিয়ে নিয়ে একটা ভাবনা থাকে। অনেকেই নিজেদের বিয়ের ব্যাপারে আগে থেকে অনেক কিছু ভেবে রাখেন। বিয়ের ড্রেস কেমন হবে, রিসিপশন কেমন হবে, গায়ে হলুদ কী পোশাক পরবেন; এমন নানা আইডিয়া অনেকেই বিয়ের আগেই মাথায় রাখেন।

আবার বিয়ের বিষয় আসলে আরেকটি ব্যাপারও আমাদেরকে কিঞ্চিৎ ভাবায়। সেটা হলো বাড়ির পাশে বিয়ে করলে সুবিধা নাকি শশুর বাড়ি দূরে হলে ভালো? বাড়ির পাশে বিয়ে করলে ঠিক অসুবিধা কী সেটা বলবো না তবে আপনি কিছু সুবিধা থেকে বঞ্চিত হবেন। আর সুবিধা থেকে বঞ্চিত হওয়াও অনেকটা অসুবিধার মতই।

আসলে শশুর বাড়ি কাছে থাকার সুবিধা অসুবিধা যেমন আছে তেমনি অনেক দূরে বিয়ে করারও সুবিধা-অসুবিধা দুই'ই আছে।

দীর্ঘসময় বসে থাকা কতোখানি ক্ষতিকর?

শশুর বাড়ি কাছে থাকলে আপনি যে যে সুবিধা থেকে বঞ্চিত হবেন-

  • বাড়ি কাছে হওয়ায় শ্বশুর বাড়ি যাওয়ার যে আলাদা একটা আয়োজন, আগ্রহ,আনন্দ কোনটাই পাওয়া যায় না।
  • শ্বশুর বাড়িতে যে একটা আলাদা কদর গুরুত্ব থাকে বাড়ি কাছে হলে সেটা থাকে না।
  • স্বামী স্ত্রী বা পারিবারিক সমস্যা কলহ এগুলো অল্পতেই শ্বশুর বাড়িতে চলে যাবে যার ফলে সম্পর্কে টানাপোড়েন শুরু হব
  • স্ত্রী কিছু থেকে কিছু না হতেই বাপের বাড়ি চলে যাবে।

তবে শশুর বাড়ি কাছে থাকলে বেশ কিছু সুবিধাও পাওয়া যায়।

বেশিরভাগ লোকই জানেনা, তেঁতুলের ইংরেজি কী?

যেসব সুবিধা পাওয়া যায় তাহল-

  • শশুর বাড়ি কাছে থাকলে বিপদে-আপদে শশুর বাড়ির লোকজনকে পাওয়া যায়
  • ছেলেমেয়েরা নানা-নানীর সংস্পর্শে থাকতে পারে
  • অসুখ পড়লে বিপাকে পড়তে হয় না
  • পরামর্শ, আলাপের জন্য বাইরের লোকের কাছে যেতে হয়না।

এখন আসি শশুর বাড়ি দূরে থাকলে, মানে বাড়ি থেকে অনেক দূরে বিয়ে করলে কী সুবিধা পাওয়া যায়। আসলে শশুর বাড়ি দূরে থাকার মজাটাই থাকে অন্যরকম। জামাই কদরের যে বিষয় তার ষোল আনা পূর্ণ হয় শশুর বাড়ি দূরে থাকলে।

শশুর বাড়ি দূরে থাকলে শশুর বাড়ি যাওয়ার যাত্রাটাই হয় আনন্দের। বিয়ের প্রথম কয়েক বছর বৌকে নিয়ে একা একা ট্রাভেল করে শশুর বাড়ি যাওয়া যায়।

তাছাড়া, শশুর বাড়ি দূরে থাকলে পরিপূর্ণ জামাই আদর পাওয়া যায়। মেয়ে অনেক দূরে থাকে বলে মেয়ে আর মেয়ের জামাইর প্রতি বাবা-মায়ের ভালোবাসা, যত্ন থাকে অন্যদের চেয়ে আলাদা।

শশুর বাড়ি কাছে থাকলে দুদিন পরপরই শশুর বাড়ি যাওয়া হয়। এতে শশুর বাড়িতে জামাইর মানহানি ঘটে বলে মনে করেন মুরুব্বিজন। তাই দূরে বিয়ে করলে ঘন ঘন শশুর বাড়ি যাওয়ার সুযোগ থাকে না। জামাইরও মানহানির সুযোগ থাকেনা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ