আপডেট: ০৮:৪০, ২৮ আগস্ট ২০১৯
আমাজনের ধোঁয়ায় খেলোয়াড়রা নিঃশ্বাস নিতে পারছিলেন না!
আন্তর্জাতিক ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই পুড়ছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন জঙ্গল। ফুসফুস বলা হয় কেননা পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশই সরবরাহ করে এই আমাজন জঙ্গল। কিন্তু প্রতিনিয়ত আগুনে পুড়ে উজাড় হচ্ছে সেই আমাজন। এবারের তীব্রতা ভয়াবহ। সম্প্রতি এই ভয়াবহ দাবানলের প্রভাব পড়েছে সাম্বার দেশ ব্রাজিলের ফুটবলে।
রিও ব্রাঙ্কোতে স্টেডিয়ামে ব্রাজিলের তৃতীয় বিভাগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিকো অ্যাক্রেয়ানো এবং লুভারডেনসে। এক সময় ম্যাচটি ধোঁয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। অতিরিক্ত ধোঁয়ায় খেলোয়াড়রা নিঃশ্বাস নিতে পারছিল না। ফলে ম্যাচের রেফারিরা প্রায় সাত মিনিট খেলা বন্ধ রাখেন। এ সময় স্টেডিয়ামে আসা অনেকেই স্থান ত্যাগ করেন।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়াম কিংবা এর আশেপাশে কোনো ধোঁয়া ছিল না। যদিও আগাম সতর্কতা হিসেবে মাঠে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছিল। তবে, সেই অ্যাম্বুলেন্স আসতেই ১৫ মিনিট দেরিতে খেলা শুরু হয়। ম্যাচ শুরুর ৬ মিনিট পর স্টেডিয়ামটি পুরোটা ঢেকে যায় ধোঁয়ায়। পরে ম্যাচ আবারো মাঠে গড়ালে অ্যাতলেটিকো অ্যাক্রেয়ানো ৩-২ গোলে জেতে।
এ বছর এখন পর্যন্ত আমাজন জঙ্গলে প্রায় ৭৫ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ব্যাপ্তি অ্যামাজানের অর্ধেকেরও বেশি এলাকা জুড়ে। ব্রাজিলের মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে এই অগ্নিকাণ্ডের সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৮৪ শতাংশ বেশি।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের