নিজস্ব প্রতিবেদক
কবির বিন আনোয়ার অবসরে, মাহবুব হোসেন নতুন মন্ত্রিপরিষদ সচিব

মাহবুব হোসেন (বামে), কবির বিন আনোয়ার (ডানে)
বর্তমান মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার অবসরে যাচ্ছেন। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে নতুন সচিব হিসেবে মো. মাহবুব হোসেনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। তিনি দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন।
মাত্র তিন সপ্তাহ আগে গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় সরকার। নিয়োগের ২৩ দিনের মাথায় তিনি অবসরে যাচ্ছেন।
দীর্ঘদিন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কবির বিন আনোয়া। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। ধারণা করা হচ্ছিল, চুক্তির মেয়াদ বাড়িয়ে তাকে আবারও এই পদে রাখা হবে। কিন্তু ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী মঙ্গলবারই তিনি অবসরে যাচ্ছেন।
এদিকে মাহবুব হোসেনকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। চাকরি জীবনে বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-প্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও কাজ করেছেন তিনি।
বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে এসএসসি এবং বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাস করা মাহবুব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে পড়ালেখা করেছেন। চাকরিতে যোগ দেওয়ার পর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
মাহবুব হোসেনের জন্ম বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের জনক।
Eye News YouTube Video
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন- ২০০৭-এ ছিলাম আসল জেলে, করোনায় ছিলাম ‘বড় জেলে’
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- রিজেন্ট সাহেদ মৌলভীবাজারে!
- তালিকা হবে রাজাকারদের
- ‘মে মাসের শেষের দিকে করোনা চরম পর্যায়ে যেতে পারে’
- লকডাউনের সাতদিন যা করা যাবে, যা করা যাবে না