Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৭, ৩ ডিসেম্বর ২০২৩

ঘূর্ণিঝড় মিগজাউম আসছে, সাবধান থাকার নির্দেশ 

ঘূর্ণিঝড় মিগজাউম আসছে, সাবধান থাকার নির্দেশনা

ঘূর্ণিঝড় মিগজাউম আসছে, সাবধান থাকার নির্দেশনা

বঙ্গোপসাগরের দক্ষিণপশ্চিম এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় মিগজাউম রূপ নিয়ে শক্তিশালী হচ্ছে ক্রমশ। ঘূর্ণিঝড় মিগজাউম আরো ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরিমধ্যে এর কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় মিগজাউম এর এই পরিস্থিততে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্ররকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূহ হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে। এটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
 
ঘূর্ণিঝড় মিগজাউম কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

ঘূর্ণিঝড় মিগজাউম

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বিকেলে বাংলাদেশের উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মিধিলি। মিধিলির তাণ্ডবে সারাদেশে প্রাণ হারান ৭ জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপরেই খবর আসে ঘূর্ণিঝড় মিগজাউম এর। এতে করে স্বল্প সময়ের মধ্যেই ফের একবার আতঙ্কে আছেন উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ। 
 
এর আগে গত অক্টোবরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুনের সৃষ্টি হয়। এটি ২৪ অক্টোবর কুতুবদিয়ার কাছ দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করে। এখন ঘূর্ণিঝড় মিগজাউম কতোটা ক্ষয়ক্ষতি করবে সেটাই এখন দেখার বিষয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়