Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ১০ ডিসেম্বর ২০২৩

বিএনপির মানববন্ধন: লোকারণ্য জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ

বিএনপি কর্মীদের উপস্থিতিতে লোকারণ্য জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ

বিএনপি কর্মীদের উপস্থিতিতে লোকারণ্য জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ

বিশ্ব মানবাধিকার দিবস আজ। এ দিবসটি উপলক্ষে প্রায় ৪৩ দিন পর নেতাকর্মীকে নিয়ে রাজপথে আবারও একত্র হবার  জন্য মানববন্ধন ডেকেছিল বিএনপি। রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে কর্মসূচি শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে উঠে প্রেসক্লাব প্রাঙ্গণ। 

আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রোববার সকাল পৌনে ১০টা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন প্রেসক্লাব এলাকা মুখরিত করে তোলেন। 

এদিকে, বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাব এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জলকামান এবং এপিসিও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত আছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়