Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ১১:১৭, ২০ জুন ২০১৯
আপডেট: ১১:৪৯, ২০ জুন ২০১৯

প্রথম বলেই ফিঞ্চকে ফেরালেন সৌম্য

স্পোর্টস ডেস্ক :  অবশেষে সৌম্য সরকারের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন অ্যারন ফিঞ্চ। শুরু থেকেই ফিঞ্চ এবং ওয়ার্নার চড়াও হয়েছিলেন ম্যাশ-ফিজদের উপর। অবশ্য এর মাঝে ওয়ার্নার দুইবার সাজঘরে ফিরতে ফিরতেও থেকে গেছেন। প্রথম ওভারে বল করতে এসেই ফিঞ্চ তোলে নেন সৌম্য সরকার। এর আগে টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ডেবিড ওয়ার্নার এবং ফিঞ্চ মিলে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন দলের রান। ৫.৪৮ রেটে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ১২৮ রান। শর্ট স্কোরঃ অস্ট্রেলিয়া রান- ১৩২ ওভার-২৪  উইকেট- ০১ (অ্যারন ফিঞ্চ) অন ক্রিজ- ডেবিড ওয়ার্নার ৬৯*, খাজা ৬* এইচএ/ ইএন   
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়