Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ 

প্রকাশিত: ১৪:৪৪, ১১ ডিসেম্বর ২০২৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুরেশ দাশের শেষকৃত্য সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।ছবি- আই নিউজ

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।ছবি- আই নিউজ

রাষ্ট্রীয় মর্যাদায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা করগাঁও ইউনিয়নের বড় শাকোয়া গ্রামের  বীর মুক্তিযোদ্ধা সুরেশ দাশ আকলের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। রবিবার ১০ ডিসেম্বর সকাল ১১টায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এসময় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।

বীর মুক্তিযোদ্ধা সুরেষ দাশ আকলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। এ বীর মুক্তিযোদ্ধাকে ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা ও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা ফুল ও ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এর আগে রবিবার দিবাগত রাত ৩টায় সুরেশ দাশ আকলের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী,চার পুত্র,এক কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়