Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৭, ৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের মোস্তফাপুর শাখার উদ্বোধন

মৌলভীবাজারের মোস্তফাপুরে অগ্রণী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন হয়েছে। অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও শামস্-উল ইসলাম এ শাখাটির উদ্বোধন করেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) মোস্তফাপুর শাখার নতুন ভবনে এ উদ্বোধন অনুষ্ঠান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রধান কার্যালয় (সিপিসিএমডি) ও সিলেট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক জনাব আশেক এলাহী ও মৌলভীবাজারের অঞ্চল প্রধান এজিএম রাশেদা আহমেদ স্বপ্না। এছাড়া আরও ছিলেন প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ।

অনুষ্ঠানে ব্যাংকের মোস্তফাপুর শাখার ব্যবস্থাপক উজ্জ্বল কুমার দাশ সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। দিনটিকে স্মরণীয় করে রাখতে ফিতা ও কেক কাটা হয়। কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকটির এমডি ও সিইও শামস্-উল ইসলামকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায়।

মোস্তফাপুর শাখার ব্যবস্থাপক উজ্জ্বল কুমার দাশ বলেন, আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করবো। অগ্রণী ব্যাংকের এতো বছরের সুনাম এই শাখাটিতে পুরোপুরি ধরে রাখা হবে।

আইনিউজ/এসডি

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বিয়েবাড়ি এসে লাশ হয়ে ফিরলেন শিশুসহ ৩ জন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়