Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ১৫ এপ্রিল ২০২২

সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় নাগরিককে ভারতে পার করার সময় বাংলাদেশি এক তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশি ওই তরুণের নাম মো. ফয়জুর। তিনি শরীফপুর ইউনিয়নের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। গতকাল সন্ধ্যায় ইফতারের পর ফয়জুর তাঁর আত্মীয়কে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করিয়ে দিচ্ছিলেন। এ সময় বিএএসফের সদস্যরা ভারতীয় নাগরিকের সঙ্গে ফয়জুরকেও ধরে নিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সিকদার বলেন, অবৈধভাবে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করায় বাংলাদেশি ওই তরুণকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এ বিষয়ে শুক্রবার বিএসএফ এবং বিজিবি কোম্পানী কমান্ড পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিক ওই দুজন মানবপাচারের সাথে জড়িত। এমন তথ্য তাঁদের কাছে রয়েছে।

আইনিউজ/এস আলম সুমন/এসডিপি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ