নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটার

মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মৌলভীবাজার-৪ আসনে শেষ সময়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে আদায় করার চেষ্টা করছেন নিজেদের পক্ষে সমর্থন। এ আসনে মোটামুটি নিশ্চিত হতে চলেছেন এমন প্রার্থী আওয়ামী লীগের উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। তাঁর প্রচারণায় সরগরম আসনের দুই উপজেলা। ভোটারদের মাঝেও এ প্রার্থীর জনপ্রিয়তাও ব্যাপক।
চা বাগান, পর্যটনসহ নানা গুরুত্বপূর্ণ খাত নিয়ে গঠিত কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ সংসদীয় আসন। এই আসতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন মোট তিন জন প্রার্থী।
দুই উপজেলার দুইটি পৌরসভা এবং ১৮টি ইউনিয়নে বিস্তৃত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ১০০ জন। স্থায়ী ভোটকেন্দ্র আছে ১৬০টি। মোট ভোটারের মধ্য পুরুষ ভোটার আছেন ২ লাখ ৩১ হাজার ১৪৯ জন। এবং নারী ভোটার আছেন ২ লাখ ২৭ হাজার ৯৫১ জন।
মৌলভীবাজার জেলার গুরুত্বপূর্ণ এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তেমন কোনো শক্ত চ্যালেঞ্জ মোকাবিলা না করেই নির্বাচিত হবেন এমনটা ধারণা করা হচ্ছে। কেননা, এই আসনে তাঁর বিপক্ষে যে দুই জন প্রতিদন্দ্বী আছেন তাঁরা ভোটের মাঠে প্রচারণায় একেবারেই নীরব।
মৌলভীবাজার-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ছাড়া বাকি প্রার্থীরা হলেন- বাংলাদেশ ইসলামি ফ্রন্টের আব্দুল মোহিত হাসানি এবং ইসলামি ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় মোট জনসংখ্যা ২১ লাখ ২২ হাজার ৭০৩। এর মধ্যে নির্বাচনে অংশগ্রহণ যোগ্য ভোটার আছেন ১৫ লাখ ১৬ হাজার ৫৪২ জন। যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ লাখ ৬৯ হাজার ৭৮০ জন এবং নারী ভোটার ৭ লাখ ৪৬ হাজার ৭৬২ জন। জেলায় মোট ৫৪৯টি ভোটকেন্দ্র রয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার